ডাইং বলতে কি বুঝায়? জানুন

উত্তর: ডাইং এমন একটি পদ্ধতি যার দ্বারা টেক্সটাইল সামগ্রীক ও রাসায়নিক ধর্মের পরিবর্তন সাধিত হয়। ডাইং পদ্ধতিতে টাক্সটাইল সামগ্রীর গুণাগুনের পরিবর্তনের ফলে বস্তুতে আলো আপতিত হয়ে প্রতিফলনের পর বস্তুটি রঙিন দেখায়। কাজেই যে প্রক্রিয়ার উল্লেখিত পরিবর্তন সাধিত হয় তাকে ডাইং বলে।

Leave a Comment