আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম ও ছবি ২০২৩

আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম ও ছবি ২০২৩ , বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল কিন্ত ফুটবল বিশ্বকাপ আসলে ব্যাপাটা অন্য রকম মনে হতে পারে কারণ পুরো দেশ মেতে ওঠে ফুটবলে, লিওনেল মেসির আর্জেন্টিনার পতাকাতে ছেয়ে যায় এদেশের আর্জেন্টিনার সাপোর্টারদের বাড়ির ছাদ ।

আমাদের দেশের বেশিরভাগ ফুটবল ভক্ত সিজেনাল তারা ফুটবল উপভোগ করে ফিফা বিশ্বকাপ মঞ্চে অথবা কোপা আমেরিকাতে বা ইউরোতে, চার বছর পর পর এই ইভেন্ট গুলো আসে সে জন্য তারা তাদের প্রিয় ফুটবল দলের প্লেয়ারদের নাম ভুলে যান অথবা নতুন খেলোয়ারদেরকে চিনতে পারেনা তাই আমি এই লেখার মাধ্যমে আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম ও ছবি ২০২৩ বাংলাতে তুলে ধরবো, যে খেলোয়ার গুলো ২০২৬ কাতার বিশ্বকাপ খেলবে এবং বর্তমানে আর্জেন্টিনার জাতীয় দলে খেলছেন। আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম ও ছবি

আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম ও ছবি

ফুটবলে বাংলাদেশে সব দলের সাপোর্টার কম বেশি আছে কিন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দলের সাপোর্টার সব থেকে বেশি, বাংলাদেশে প্রতি ১০০ জনের ৯০ জন আছে যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থক, কিন্ত আপনি যদি এই বিশাল সমর্থক গোষ্ঠির কাছে আর্জেন্টিনা খেলোয়ারদের নাম জিজ্ঞেস করেন তাহলে তারা সবার নাম বলতে পারবেনা ।

আমি এই আর্টিকেলে আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম তুলে ধরবো যারা বর্তমানে আর্জেন্টিনার জাতীয় দলে খেলছেন।

আর্জেন্টিনার খেলোয়াড়দের নামের তালিকা ২০২৩

এখানে আর্জেন্টিনার খেলোয়াড়দের নামের তালিকা ২০২৩ দেওয়া হয়েছে, যে খেলোয়াড় গুলো ২০২৩ সালে আর্জেন্টিনা দলে খেলছেন তাদের নাম বাংলাতে তুলে ধরা হয়েছে। আর্জেন্টিনা খেলোয়াড় নাম বাংলা ও আর্জেন্টিনার খেলোয়াড়দের নামের তালিকা ।

  • ( Emiliano Martinez ) বাংলা নাম – এমিলিয়ানো মার্টিনেজ,আর্জেন্টিনার গোলোকিপার
  • ( franco armani ) বাংলা নাম – ফ্রাঙ্কো আরমানি, আর্জেন্টিনার গোলোকিপার
  • ( Geronimo Rulli ) বাংলা নাম – গেরোনিমো রুলি, আর্জেন্টিনার গোলকিপার
  • ( Nahuel molina ) বাংলা নাম – নাহুয়েল মোলিনা, পজিশন আর্জেন্টিনার রাইট ব্যাক খেলোয়ার
  • ( Nicolas Tagliafico ) নিকোলাস ট্যাগলিয়াফিকো, পজিশন লেফট ব্যাক খেলোয়াড়
  • ( Nicolas Otamendi ) বাংলা নাম নিকোলাস ওটামেন্ডি – পজিশন আর্জেন্টিনার সেন্টার ব্যাক
  • Lisndro Martinez , লিসান্দ্রো মার্টিনেজ – পজিশন সেন্টার ব্যাক
  • German Pezzella , জার্মান পেজেলা – পজিশন সেন্টার ব্যাক
  • Gonzalo Mantile – গঞ্জালো মন্টিয়েল , পজিশন রাইট ব্যাক
  • ( Marcos Acuna )মার্কোস আকুনা পজিশন লেফট ব্যাক আর্জেন্টিনার খেলোয়াড়
  • ( Cristian Romero ) ক্রিস্তিয়ান রোমেরো , পজিশন সেন্টার ব্যাক
  • ( Lucas Martinez Quarta ) লুকাস মার্তিনেজ কার্তা পজিশন সেন্টার ব্যাক
  • ( Juan Foyth ) হুয়ান ফয়েথ – সেন্টার ব্যাক আর্জেন্টিনার খেলোয়াড়দের
  • ( Nehun Perez ) নেগুয়েন পেরেজ – পজিশন সেন্টার ব্যাক
  • ( Marcos Senesi ) মার্কোস সিনেসি – সেন্টার ব্যাক আর্জেন্টিনার খেলোয়াড়দের
  • ( Rodrigo De Paul ) রদ্রিগো দে পল – সেন্টার মিডফিল্ডার
  • ( Angle di Maria ) এঞ্জেল ডি মারিয়া – রাইট মিডফিল্ডার
  • জিগুভানি লো সেলেসো -আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার
  • আলেক্সিস মাক আলিস্তের – আর্জেন্টিনার সেন্টার মিডফিল্ডার
  • লিয়েন্ড্রো প্যারেডেস – আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার
  • গুইডো রড্রিগুয়েজ – আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার
  • এঞ্জেল কোরেয়া – আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার আর্জেন্টিনার খেলোয়াড়দের
  • এক্সেকুয়েল পালাসিওস – আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার
  • ইঞ্জো ফেরানর্দেজ – আর্জেন্টিনার সেন্টার মিডফিল্ডার
  • থিয়াগো আলমাদা – আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার
  • লিওনেল মেসি – আর্জেন্টিনার রাইট উইংগার খেলোয়াড়
  • লিসান্দ্রো মার্তিনেজ – আর্জেন্টিনার সেন্টার ফরোয়ার্ড খেলোয়াড়
  • পাপু গোমেজ – আর্জেন্টিনার লেফট উইঙ্গার খেলোয়াড়
  • জুলিয়ান আলভারেজ – আর্জেন্টিনার রাইট উইঙ্গার খেলোয়াড়
  • নিকোলাস গঞ্জালেস – আর্জেন্টিনার লেফট উইঙ্গার খেলোয়াড়
  • জোয়াকুইন কোরেয়া – আর্জেন্টিনার রাইট উইংগার খেলোয়াড়
  • লুকাস বোয়ে – আর্জেন্টিনার সেন্টার ফরোয়ার্ড খেলোয়াড়
  • পাওলো দিবাল – আর্জেন্টিনার সেন্টার ফরোয়ার্ড খেলোয়াড়
  • এমি বুয়েন্দিয়া – আর্জেন্টিনার রাইট উইংগার খেলোয়াড়

আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম ( গোলকিপার )

আর্জেন্টিনার জাতীয় দলের সাথে চুক্তি আছে এমন গোলকিপারদের সংখ্যা ৩ জন যারা বর্তমান আর্জেন্টিনার হয়ে খেলছেন। আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম গোলকিপার

এমিলিয়ানো মার্টিনেজ ( Emiliano Martinez )

আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম পুরো নাম ড্যামিয়ান এমিলিয়ানো মার্টিনেজ রোমেরো, আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলেন, তার জন্ম ২ সেপ্টেম্বর ১৯৯২, বর্তমানে তার বয়স ২৯ বছর এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা দলের ভরসার একটা জাইগা, তিনি বেশ দ্রুত গোল সেভ দিতে সক্ষম সামনে ফিফা কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার গোলকিপার হিসাবে তিনি থাকবেন।

ফ্রাঙ্কো আরমানি ( franco armani )

ফ্রাঙ্কো আরমানি আর্জেন্টিনার জাতীয় দলের পেশাদার ফুটবলার, তিনি ২০১৮ সালে আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে ডাক পান, আর্জেন্টিনার হয়ে এখনো পর্যন্ত ১৭ টি ম্যাচ খেলেছন, তিনি আর্জেন্টিনার পেশাদার লিগের ক্লাব রিভার প্লেতের ধারাবাহিক গোল কিপার।

ফ্রাঙ্কো আরমানি জন্ম ১৬ অক্টোবর ১৯৮৬ আর্জেন্টিনা, ফ্রাঙ্কো আরমানি ২০২৩ সালে আর্জেন্টিনার হয়ে দুই ম্যাচ খেলেছেন। 

গেরোনিমো রুলি ( Geronimo Rulli )

গেরোনিমো রুলি আর্জেন্টিনার জাতীয় দলের পেশাদার ফুটবলার এবং গোল রক্ষক, পাশাপাশি তিনি স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালের গোলরক্ষক, টিম আর্জেন্টিনার গুরুত্বপূর্ন গোলকিপারদের একজন।

আর্জেন্টিনার বর্তমান তিনজন গোল কিপার আর্জেন্টিনার খেলোয়ারদের নাম

  • এমিলিয়ানো মার্টিনেজ
  • ফ্রাঙ্কো আরমানি
  • গেরোনিমো রুলি

আর্জেন্টিনা দলে বিশ্ব মানের ডিফেন্ডার বা রক্ষণভাগের খেলোয়াড় আছে যারা প্রতিপক্ষ দলের অ্যাটাকিং এবং তাদের জালে গোল করতে এলে সেটা রুখে দিতে পারে, নাগুয়েল মোলিনা, নিকালোস ওটামেন্ডি ছাড়াও আরো রক্ষণভাগের র খেলোয়ারদের নাম নিচে তুলে ধরা হলো।

আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম ( রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক )

আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক

আর্জেন্টিনার হয়ে যারা রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকে খেলেন তাদের তালিকা, কেউ রাই ব্যাকে ডিফেন্টার অথবা সেন্টার ব্যাক ডিফেন্টার ভূমিকা পালন করেন।

নাহুয়েল মোলিনা ( Nahuel molina )

নাহুয়েল মোলিনা, আর্জেন্টিনার খেলোয়ার তার পুরো নাম নাহুয়েল মোলিনা লুসেরো, তিনি আর্জেন্টিনার জাতীয় দলের পেশাদার ফুটবলার, নাহুয়েল মোলিনা রাইট ব্যাকে খেলে থাকেন পাশাপাশি মিডফিল্ডার হিসাবেও খেলেন, মোলিনা লা লিগা ক্লাব আতলেতিকো মাদ্রিদে মিডফিল্ডার হয়ে খেলেন।

নিকোলাস ওটামেন্ডি ( Nicolas Otamendi )

নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টিনার জাতীয় দলের একজন গুরুত্বপূর্ন খেলোয়াড়, তিনি রক্ষনভাগে খেলে থাকেন এবং পর্তুগিজ লিগের ক্লাব বেনিফিকার হয়েও খেলেন। ওটামেন্ডি ২০২৩ সালে আর্জেন্টিনার হয়ে ৫ টা ম্যাচ খেলেছেন।

নিকোলাস ট্যাগলিয়াফিকো ( Nicolas Tagliafico )

নিকোলাস ট্যাগলিয়াফিকো ২৯ বছর বয়সী আর্জেন্টাইন লেফট ব্যাক ডিফেন্ডার, তিনি অসাধারণ সব আক্রমন ট্যাকেল দিতে সক্ষম, ২০২৩ সালে আর্জেন্টিনার হয়ে তিনিও ৫ ম্যাচ খেলেছেন। নিকোলাস ড্যাচ ক্লাব আয়াক্সের হয়ে খেলেন।

আর্জেন্টিনার ২০২৩ সালের রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক খেলোয়াড়

  • নাহুয়েল মোলিনা
  • নিকোলাস ওটামেন্ডি
  • নিকোলাস ট্যাগলিয়াফিকো
  • জার্মান পেজেলা
  • লিসান্দ্রো মার্টিনেজ
  • মার্কোস আকুনা , লুকাস মার্তিনেজ কার্তা , ক্রিস্তিয়ান রোমেরো, হুয়ান ফয়েথ এবং মার্কোস সেনেসি।

আর্জেন্টিনার মিডফিল্ডার, আক্রমভাগের ও এবং রক্ষণ ভাগের খেলোয়াড়দের নাম

আর্জেন্টিনার মিডফিল্ডার, আক্রমভাগের ও এবং রক্ষণ ভাগের খেলোয়াড়দের নাম

আর্জেন্টিনার বিগত সময়ের থেকে বর্তমানে অনেক ভালো তরুণ ফুটবলার উঠে এসেছে, দিবালা, ডি পল, আরো অনেকে যারা দ্রুত গতির ফুটবল খেলে থাকেন। এখানে মিডফিল্ডার, আক্রমভাগের ও এবং রক্ষণ ভাগের খেলোয়াড়দের নাম তুলে ধরা হলো ।

রদ্রিগো দে পল

রদ্রিগো দে পল একজন আর্জেন্টিনার খেলোয়াড়এবং তিনি স্প্যানিশ ক্লাব আতলেকি মাদ্রিদের হয়ে মিডফিল্ড খেলেন, দে পল আর্জেন্টিনার জন্য অটোচয়েস বলতে পারেন, তিনি ২০২৬ সালে কাতার বিশ্বকাপে খেলবেন সেটা তাদের কোচ নিশ্চিত করেছেন।

আনহেল দি মারিয়া

এঞ্জেল দি মারিয়া নামে সবাই চেনে, তিনি আর্জেন্টিনার ফুটবল জাতীয় দলের খেলোয়াড়, অসাধারণ খেলার স্কিলের জন্য তার নামের পাশে এঞ্জেল ট্যাগ দিয়েছে তার ভক্তরা, দি মারিয়া ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন। তিনি বর্তমানে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে খেলেন, ২০১৮ সালে দি মারিয়ার আর্জেন্টিনার

জাতীয় দলে জাইগা পান এখনো পর্যন্ত তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে ১২২ ম্যাচ খেলেছেন বিপরীতে গোল করেছেন ২৫ টা, ক্লাব ফুটবলে তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে, সেখানেও ১২২ ম্যাচে ২৪ গোল করেছেন এ ছাড়াও তিনি প্রিমিয়ার লিগের আরেক জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন, ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেলেছেন।

দি মারিয়া ১৪ ফেব্রুয়ারি ১৯৮৮ রোজারিও শহরে জন্মগ্রহন করেন তার বর্তমান বয়স ৩৪ বছর তিনি ২০২২ সালে কাতার বিশ্বকাপ খেলেছেন এবং ফাইনাল ম্যাচে দারুণ এক গোলও করেছেন। 

আলেক্সিস মাক আলিস্তের

আলেক্সিস মাক আলিস্তের আর্জেন্টিনার তরুণখেলোয়াড়দের মধ্যে একজন, মিডফিল্ডে তিনি বেশ ভালো খেলেন তিনি ২০১৯ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় তার তিনি এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৫ টা ম্যাচ খেলেছেন। আলিস্তের প্রিমিয়ার লিগ ক্লাব ব্রাইটন এন্ড হোভ আলবিয়নের হয়ে খেলেন।

লিয়েন্ড্রো প্যারেডেস

লিয়েন্ড্রো প্যারেডেস আর্জেন্টিনার পেশাদার ফুটবলার তিনি ফরাসি ক্লাব পিএসজি এবং আর্জেন্টিনার জাতীয় দলের রক্ষণাত্মক ফুটবল খেলেন , তিনি মধ্য মাঠের খেলোয়ার। ২০১৭ সালে আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পান এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৪৪ ম্যাচ খেলেছেন বিপরীতে ৪ গোল করেছেন।

আর্জেন্টিনার আক্রমভাগ ও এবং রক্ষণভাগের খেলোয়াড়দের নাম

রদ্রিগো দে পল, আনহেল দি মারিয়া, আলেক্সিস মাক আলিস্তের, লিয়েন্ড্রো প্যারেডেস, গুইডো রড্রিগুয়েজ, জিগুভানি লো সেলেসো, এঞ্জেল কোরেয়া, এক্সেকুয়েল পালাসিওস, ম্যাক্সিমিলিয়ানো মেজা।

আর্জেন্টিনার ফরোয়ার্ড খেলোয়াড়দের নাম

যাদের প্রতিপক্ষের গোলবক্সে গোল দেওয়ার দায়িত্ব থাকে তাদের কে আমরা ফরোয়ার্ড বলে চিনি অথবা উইংগার বলে জানি, যেমন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা।

আর্জেন্টিনার ফরোয়ার্ড খেলোয়াড়দের নাম

লিওনেল মেসি আর্জেন্টিনার সেরা খেলোয়াড়

লিওনেল মেসি তাকে কে না চেনে, পুরো বিশ্বে তার কোটি কোটি ভক্ত, মেসি বর্তমান ফুটবলের এক কিংবদন্তি, সর্বশেষ আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা, তিনি বিশ্বের একমাত্র ফুটবলার যিনি ৭ টা ব্যালন ডি অর জিতেছেন, তার পেছনে কেবল একজনই আছে তা হলো ক্রিস্তিয়ানো রোনালদো।

মেসি ২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পান এখন পর্যন্ত খেলেছেন ১৬২ ম্যাচ বিপরীতে গোল করেছেন ৮৬ টা, মেসি আর্জেন্টিনার সর্ব কালের সেরা, জদিও মারাদোনাকে আর্জেন্টিনার ফুটবলের ঈশ্বর মনা হয় তবুও এই জেনারেশন যারা ২০১০ থেকে খেলা দেখেন তাদের কাছে মেসি মানে অন্য কিছু, ফুটবলের ম্যাজেশিয়ান।

মেসি তার ক্যারিয়ারের সবটা খেলেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে যত অর্জন সব কিছু বার্সালোনাতে থাকতে করে ফেলেছেন। বর্তমানে তিনি ফরাসি ক্লাব পিএসজিতে খেলছেন।

নিকোলাস গঞ্জালেস

নিকোলাস গঞ্জালেস আর্জেন্টিনার খেলোয়ার, ২০১৯ সালে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে নাম লেখান ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।

লৌতারো মার্তিনেজ

মার্তিনেজ আর্জেন্টিনার অসাধারণ একজন ফুটবলার তিনি, ২০১৮ সালে আর্জেন্টিনার জাতীয় দলে নাম লেখান ৩৮ ম্যাচে ২০ গোল করে সবার নজর কেড়েছে এই ফুটবলার, দারুণ গতি এবং অসাধারণ তার ফুটবল স্কিল, তার খেলার নৈপুর্ণতাই ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান তাকে দলে ভেড়ান। ২০২২ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেছেন কাতার বিশবকাপে। আশাকরি পরবর্তী বিশ্বকাপ ২০২৬ সালে তাকে দলে পাওয়া যাবে। 

আরো পড়ুন: পিএসজি খেলার সময় সূচি

আলেহান্দ্রো দারিও গোমেজ

আলেহান্দ্রো দারিও গোমেজ আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে অন্যতম, তিনি দারুণ এক ফরোয়ার্ড তিনি স্প্যানিশ ক্লাব সেভিলার হয়ে খেলেন, ২০১৭ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় দলে খেলছেন তিনি। কাতার বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে আর্জেন্টিনার জার্সি গায়ে ।

এবং বাকি আর্জেন্টিনার ফরোয়ার্ড খেলোয়াদের নাম, জুলিয়ান আলভারেজ, জোয়াকুইন কোরেয়া, পাওলো দিবালা, লুকাস বোয়ে, এমি নুয়েন্দিয়া।

আর্জেন্টিনার নতুন খেলোয়াড় নাম ও তালিকা

  • ( Nahuel molina ) বাংলা নাম – নাহুয়েল মোলিনা, পজিশন আর্জেন্টিনার রাইট ব্যাক খেলোয়ার তিনি আর্জেন্টিনা দলের নতুন খেলোয়াড়
  • Lisndro Martinez , লিসান্দ্রো মার্টিনেজ – পজিশন সেন্টার ব্যাক , তিনি আর্জেন্টিনা দলের নতুন খেলোয়াড়
  • Gonzalo Mantile – গঞ্জালো মন্টিয়েল , পজিশন রাইট ব্যাক তিনি আর্জেন্টিনা দলের নতুন খেলোয়াড়
  • ( Juan Foyth ) হুয়ান ফয়েথ – সেন্টার ব্যাক আর্জেন্টিনার নতুন খেলোয়াড়
  • ( Nehun Perez ) নেগুয়েন পেরেজ – পজিশন সেন্টার ব্যাক তিনি আর্জেন্টিনা দলের নতুন খেলোয়াড়

২০২৩ সালে আর্জেন্টিনা দল

২০২৩ সালে টিম আর্জেন্টিনা যাদের নিয়ে সেরা একাদশ বানাতে যাচ্ছে সেই খেলোয়াড়দের নাম, আর এই এই খেলোয়াড় ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে পরবর্তী বিশ্বকাপে মাঠ কাপাবে।

ফিফা বিশ্বকাপে কে কে থাকবে এইটা অনেকেই নিশ্চিত, যে দলটা ইতালির সাথে লা ফিনালিসিমা খেলেছে সেই স্কোয়ার্ড থেকেই ফিফা কাতার বিশ্বকাপে দল সাজাবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম ও ছবি বাংলায়

আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম ও ছবি বাংলায় , এমিলিয়ানো মার্টিনেজ ফ্রাঙ্কো আরমানি গেরোনিমো রুলি নাহুয়েল মোলিনা নিকোলাস ওটামেন্ডি নিকোলাস ট্যাগলিয়াফিকো জার্মান পেজেলা লিসান্দ্রো মার্টিনেজ মার্কোস আকুনা , লুকাস মার্তিনেজ কার্তা , ক্রিস্তিয়ান রোমেরো, হুয়ান ফয়েথ এবং মার্কোস সেনেসি। আরো দেখতে পেজে ভিজিট করুন

২০২৩ সালে আর্জেন্টিনা দল

২০২৩ সালে আর্জেন্টিনা দল যারা কাতার বিশ্বকাপ খেলেছেন , এমিলিয়ানো মার্টিনেজ ফ্রাঙ্কো আরমানি, নাহুয়েল মোলিনা , রদ্রিগো দে পল, এঞ্জেল দি মারিয়া, আলেক্সিস মাক আলিস্তের , লিওনেল মেসি

Leave a Comment